হার নিয়ে টাইগারদের বিশ্বকাপ যাত্রা
বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। শুরুতে উজ্জ্বল থাকলে শেষটা হলো কালো মেঘের মত আধার। ভারতের কাছে ৯৫ রানে হেরে বলা যায় নিজেদের বিশ্বকাপ যাত্রা শুরু করল মাশরাফী বাহিনী।
মঙ্গলবার কার্ডিফে শুরুতে প্রথম ইনিংস শেষে ভারত ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রান তুলতে সক্ষম হয়। ৩৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ২৬৪ রানেই অলআউট হয়ে থেমে যায় বাংলাদেশের রানের চাকা। আর এতে পাকিস্তানের বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে হারে রাঙাতে হলো টাইগারদের।
ভারতের ছুড়ে দেয়া ৩৬০ রানের বিশাল টার্গেটে শুরুটা বেশ ভালোই করেছিলেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও সৌম্য সরকার। কিন্তু দলীয় ৪৯ রানে বুমরাহ’র বল ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক দীনেশ কার্তিকের গ্ল্যাভসে জমা হলে সম্পন্ন হয় সৌম্য’র ২৫ রানের ইনিংস।
সৌম্য বিদায় নেওয়ার পর ক্রিজে আসেন সাকিব। কিন্তু বুমরাহ’র করা পরের বলেই ইয়র্কারে পরাস্ত হয়ে বোল্ড হয়ে ফিরেছেন এই বিশ্বসেরা অলরাউন্ডার। এরপর তৃতীয় উইকেটে ১২০ রান যোগ করেন লিটন ও মুশফিক। অর্ধশতক তুলে নেন মুশফিক। ৭৩ রান করে আউট হন লিটন। মিঠুন মাহমুদুল্লাহও দ্রুত বিদায় নেন। ৩৭ ওভারে ১৯৬ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ বাংলাদেশ।
এরপর পথ খুজে পায়নি টিম বাংলাদেশ। একে একে আসা আর যাওয়ার পালায় সবাউ শামিল হলো। ৪৯.৩ ওভারে সব উইকেট হারিয়ে মাত্র ২৬৪ রানে থেমে যেতে হয় টাইগারদের। ৯৫ রানের হার নিয়ে বিশ্বকাপে যাত্রা করবে টাইগাররা।
ভারতের বোলার কুলদিপ যাদপ ও যুবেন্দ্র চাহাল ৩ টি করে, বুমরাহ ২ টি ও যাদব ১ টি উইকেট নেন।
এর আগে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাশরাফী। শুরুর দিকে ভালোই চাপে ফেলে বোলাররা। ধাওয়ানকে ফিরিয়ে প্রথম উইকেট তুলে নেন মুস্তাফিজ। এরপর রুবেল, সাইফুদ্দিনের আঘাতে ২২ ওভারে ১০২ রানেই ৪ উইকেট হারায় ভারত।
এ অবস্থায় নীল জার্সিধারীদের হাল ধরেন রাহুল ও ধোনী। পাল্টা আক্রমণে বিপর্যস্ত করে তোলেন টাইগার বোলারদের। রাহুল ১০৮ ও ধোনী ১১৩ রান করেন। কোহলি আউট হন ৪৭ রান করে। আরে এতেই ৭ উইকেট হারিয়ে ৩৫৯ রানের লম্বা স্কোর দাড় করান কোহলির দল।
সাকিব ও রুবেল নেন ২টি করে উইকেট। এছাড়া মুস্তাফিজ, সাইফ ও সাব্বির পান ১ টি করে উইকেট।