কালিগঞ্জে হতদরিদ্রদের খাদ্যবান্ধব কর্মসূচীর চাল বিক্রি হচ্ছে দোকানে
কালিগঞ্জ উপজেলার মৌতলা বাজারে লুৎফুর রহমানের দোকানে বিক্রি করা হচ্ছে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত-দরিদ্রদের জন্য ডিলারের মাধ্যমে দেশ ব্যাপী দশ টাকা দরে চাল বিতরণ করছেন।
এই সুযোগে কিছু অসাধু ডিলার দশ টাকা দরের চাল হতদরিদ্রদের মাঝে বিতরণ না করে প্রতি কেজি অধিক দামে বিক্রি করছে স্থানীয় দোকানদারদের কাছে। বুধবার সকালে সরেজমিনে মৌতলা বাজারে অবস্থিত লুৎফরের চালের দোকানে যেয়ে দেখা যায় খাদ্য বান্ধব কর্মসূচীর ৩০
কেজি সরকারি চালের অনেক গুলো বস্তা। ওই চাল সে অধিক লাভে খুচরা ও পাইকারি বিক্রি করছে এমনই অভিযোগ স্থানীয়দের।
খাদ্যবান্ধব কর্মসূচীর চাল কোথায় পেয়েছে জানতে চাইলে ব্যবসায়ী লুৎফর রহমান বলেন মৌতলা ইউনিয়নের ১ থেকে ৩ নাম্বার ওয়ার্ডের ডিলার সুমন মাহবুবের কাছ থেকে ৫’শ ১০ টাকা প্রতি বস্তা চাল কিনেছে সে। এবং প্রতি-কেজি ২২ টাকা দরে খুচরা বিক্রি করছেন । তবে জনসম্মুখ সুমনের কাছ থেকে ওই চাল ক্রয় করেছেন বলে জানান।
এ বিষয়ে মৌতলা ইউনিয়নের এক থেকে তিন নাম্বার ওয়ার্ডের ডিলার সুমন মাহবুবের কাছে জানতে চাইলে বলেন, তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে জানান।
বিষয়টি সম্পর্কে মৌতলা ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান খলিলুর রহমান বলেন,সুমনের সাথে স্থানীয় ইউপি সদস্য ডালিমের সাথে বিরোধ আছে । এজন্য তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হতে পারে বলে তিনি ধারণা করছেন। তবে লুৎফর রহমানের দোকানে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিক্রি হচ্ছে বলে তিনি স্বীকার করেন।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ত্রণ কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন, মার্চ মাসে খাদ্য বান্ধব কর্মসূচীর চাল বিতরণ শেষ হয়ে গেছে। এজন্য মৌতলা বাজারের দোকানে যে চাল বিক্রি হচ্ছে তাদেরনা বলে জানান। তবে কোথা থেকে ওই দোকানে খাদ্যবান্ধব চাল কিভাবে বিক্রি করছে তিনি অবগত নন বলে জানান।