সাংবাদিক ফিরোজ আহম্মেদের নামে ফেসবুকে মিথ্যা এবং ভিত্তিহীন তথ্য প্রচার
অমৃতবাজার পত্রিকার নিজস্ব প্রতিবেদক ও সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য এস,কে ফিরোজ আহম্মেদসহ তাঁর পরিবারের সদস্যদের নিয়ে (ছবিসহ) মিথ্যা,বানোয়াট এবং ভিত্তিহীন তথ্য প্রচার করা হচ্ছে। গত ২৩শে মে থেকে মোঃ শরিফুল খান রহিম নামক একটি ফেসবুক আইডি থেকে ফিরোজ আহম্মেদের নামে মিথ্যা প্রচার করে যাচ্ছে।
ওই ফেসবুক আইডির মালিক সাতক্ষীরা জেলার, কালিগঞ্জ থানার ,রতনপুর ইউনিয়নের, মহেষকুড় গ্রামের হাশেম শাহাজীর বড় ছেলে রহিম শাহাজী।
সাংবাদিক ফিরোজ আহম্মেদ জানান, রহিম একজন কুখ্যাত চোর ও মাদক ব্যবসায়ি হিসাবে এলাকায় পরিচিত। সে দেশের বিভিন্ন থানার অপহরণ, চুরি ও মাদক মামলা সহ একাধিক মামলার ওয়ারেন্ট ভুক্ত ফেরারি আসামী। সে তার নিজ এলাকার বিভিন্ন মাছের ঘের থেকে মাছ , পানি সেচ দেওয়া মেশিন, সাইকেল,কবুতর,ছাগল,হাঁস-মুরগি ইত্যাদি ছোটখাটো চুরিসহ খুচরা ভিত্তিতে গাঁজা বিক্রয়ের মাধ্যমে অপরাধ জগতের সাথে জড়িয়ে পড়ে।
এছাড়া গত ১০ই ফেব্রুয়ারি ২০১৪ সালে অভিনব কায়দায় ব্যাটারির ভিতরে ফেনসিডিল পাচারকালে খুলনা হরিণটানা থানায় আটক হয় রহিম এবং দীর্ঘদিন হাজতবাস করে যার (মামলা নং-জি আর-৭/১৪)। এলাকায় চুরি করার সময় জনতার হাতে রহিম আটক হলে ফিরোজ হোসেন তাকে মারধর করে।
এরপর রহিম অবৈধ ভাবে ভারতে চলে যায়। পরবর্তীতে ভারত যেয়ে হঠাৎ করে ফিরোজ আহম্মেদের বিরুদ্ধে ফেসবুকে কুরুচিপূর্ণ পোষ্ট করছে। এবিষয়ে রহিমের বিরুদ্ধে তিনি তথ্য প্রযুক্তি আইনে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান।
এসকল বিষয়ে জানার জন্য রহিমের মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এবিষয়ে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির, সভাপতি বরুণ ব্যনার্জী ও সাধারণ সম্পাদক এম,ডি আরাফাত আলী বলেন, এস কে ফিরোজ আমাদের সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির সদস্য।
আমাদের জানা মতে, সে কখনো অপরাধ মূলক কর্ম কাণ্ডে নিয়োজিত নয় সে এক জন সৎ সাহসী সাংবাদিক,তাকে সমাজে ছোট করার লক্ষে একটি চক্র এমন অপপ্রচার চালাচ্ছে, আমরা এটার নিন্দা জানায় এবং একই সাথে সাতক্ষীরা জেলা রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।