ব্রাজিলে কারাগারে কয়েদিদের মধ্যে দাঙ্গা, নিহত ১৫
ব্রাজিলের উত্তরাঞ্চলীয় অ্যামাজোনাস রাজ্যে একটি কারাগারে কয়েদিদের মধ্যে ভয়ানক দাঙ্গায় ১৫ জন নিহত হয়েছে। রাজ্যটির কর্তৃপক্ষ এক বিবৃতিতে এ খবর নিশ্চিত করেছে।
তারা জানায়, রোববার স্থানীয় সময় বেলা ১১টার দিকে রাজধানী মানাউস থেকে ২৮ কিলোমিটার দূরে অবস্থিত কারাগারটিতে কয়েদিদের সঙ্গে আত্মীয়-স্বজনদের সাক্ষাতের সময় এ দাঙ্গার সৃষ্টি হয়।- খবর এএফপি’র
দাঙ্গার ঘটনা প্রসঙ্গে কারাগারের দায়িত্বে থাকা কর্নেল মর্কোস ভিনিশিয়াস আলমেইদা এক সংবাদ সম্মেলনে বলেন, ‘কয়েদিরা নিজেদের মধ্যে লেগে গিয়েছিল। এ কারাগারটিতে সাক্ষাতের সময় এমন ঘটনা আগে কখনো হয়নি।’
তিনি আরো জানান, দাঙ্গা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যেই কারাকর্তৃপক্ষ তা নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নয়তো পরিস্থিতি আরো খারাপ হতে পারতো।
দাঙ্গা সৃষ্টির সঠিক কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছেন তিনি।
২০১৭ সালের জানুয়ারিতে এই একই কারাগারে আরো একটি দাঙ্গার ঘটনা ঘটেছিল। ২০ ঘণ্টা দীর্ঘ সেই দাঙ্গায় ৫৬ জনের মৃত্যু হয়।