কেশবপুরে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে ৩ দিন ব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সম্পন্ন
যশোরের কেশবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের ৩ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ সোমবার বিকালে সম্পন্ন হয়েছে। উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।
সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, মেডিকেল অফিসার ডাঃ সৌমেন বিশ্বাস, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশনেন।