সামান্য বৃষ্টিতেই কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তা যেনো খাল !
সামান্য বৃষ্টিতেই সাতক্ষীরার কলারোয়ার বালিয়াডাঙ্গা বাজারের রাস্তায় পানি জমে চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। স্থানীয়রা জানান- কলারোয়া উপজেলার কেঁড়াগাছি ইউনিয়নের বালিয়াডাঙ্গা বাজারের পাকা রাস্তায় পানি জমে যাওয়ায় ভোগান্তিতে পড়ছেন যাতায়াতকারী পথচারী ও এলাকাবাসীরা। সাময়িক চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় দূর্ভোগে পড়েন সেখানকার বাসিন্দা ও সাধারণ ব্যবসায়ীরা। ব্যবসায়ীরা জানান- রাস্তার দু’পাশের দোকানগুলোর সামনে মাটি দিয়ে উঁচু করার ফলে রাস্তাটি যেন খালে পরিণত হয়েছে। অল্প বৃষ্টি হলেই পানি জমে যাওয়ার পাশাপাশি কাদা-পানিতে একাকার হয়ে যায় সড়কটি। সামান্য বৃষ্টিপাতে ঘন্টার পর ঘন্টা কিংবা একাধিক দিন পানি জমে থাকতে দেখা যায়। তাছাড়া ভেঙ্গে চূড়ে ছালচামড়াও উঠে গেছে সেখানকার রাস্তা। ফলে সাধারণ মানুষের চলাচল করতে অসুবিধা হয়। রাস্তাটি জরুরি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।