সাতক্ষীরায় বিজিবির অভিযানে ভারতীয় মালামাল উদ্ধার
সাতক্ষীরায় চলছে বিজিবির চোরাচালান বিরোধী নিয়মিত অভিযান । গত শনিবার ও আজ রোববার দুইদিন ব্যাপী ৩৩ বিজিবি ব্যাটালিয়ন এ অভিযান পরিচালনা করে । অভিযানে ভারতীয় মদ, শাড়ী, চকলেট, অমল দুধ, পাতার বিড়ি, তালা, নেহা তৈল, স্যান্ডেল, চা পাতা, গুড়া দুধ, পলিথিন এবং গরু আটক করা হয়।
সাতক্ষীরার ৩৩ বিজিবির সূত্রে জানা যায় , অভিযান পরিচালনা করে শশ্মান ঘাট এলাকা থেকে ১০টি ভারতীয় তালা,গাড়ীখালী এলাকা থেকে ২০ পিচ ভারতীয় শাড়ী ,হারদ্দা এলাকা থেকে ০১টি ভারতীয় গরু, হারদাপুর এলাকা থেকে ৩৫৯ প্যাকেট ভারতীয় চকলেট,৩৬ প্যাকেট ভারতীয় অমল দুধ,১০৪ প্যাকেট ভারতীয় পাতার বিড়ি, যাত্রীবাহী বাসে তল্লাশি করে২৪ বোতল ভারতীয় নেহা তৈল ,১০ জোড়া ভারতীয় স্যান্ডেল,৯০ পিচ ভারতীয় সাইন স্কিন ক্রিম, কেড়াগাছি এলাকা থেকে ৬০ কেজি ভারতীয় চা পাতা, লক্ষীদাড়ী এলাকা থেকে ০৫ কেজি ভারতীয় গুড়া দুধ ও ০৫ কেজি ভারতীয় পলিথিন, এবং রামকৃষ্ণপুর এলাকা থেকে ০৪ টি ভারতীয় গরু আটক করে।
এইসময়, ব্যাটালিয়ন কর্তৃক সর্বমোট ৪,৬১,৮৪৫/- (চার লক্ষ একষট্টি হাজার আটশত পঁয়তাল্লিশ) টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় চোরচালানী মালামাল আটক করতে সক্ষম হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার,এসকল আটকের কথা নিশ্চিত করেন।
সাতক্ষীরা ব্যাটালিয়নের সকল সদস্যগণ সাতক্ষীরা জেলার সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান দমনে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ। বাংলাদেশের অর্থনৈতিক অবকাঠামো রক্ষার্থে চোরাচালান এবং মাদক দ্রব্য নির্মূল করাই সাতক্ষীরা ব্যাটালিয়নের মূল লক্ষ্য।