লোক সাজিয়ে স্বাক্ষর জাল করে আইনজীবী ও আইনজীবীর ক্লাক কর্তৃক মিথ্যা মামলা দায়ের
সহি স্বাক্ষর জাল করে আইনজীবি ও আইনজীবীর ক্লাক কর্তৃক মিথ্যা অভিযোগ দায়ের করার অভিযোগ উঠেছে।
বাদী না হয়েও মিথ্যা অভিযোগে আদালতে মামলা হওয়ায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতিতে প্রতিকার চেয়ে আবেদন করেছেন সাতক্ষীরার পলাশপোল এলাকার মরহুম নুরুল ইসলাম খানের ছেলে সিরাজুল ইসলাম খান।
অভিযোগ সূত্রে সিরাজুল ইসলাম খান জানান, গত ইং-১৪/০৫/২০১৯ তারিখে সাতক্ষীরা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত-১ এ আইনজীবী এ্যাড. মো. মুজিবর রহমান আমার নাম এবং জাল স্বাক্ষর ব্যবহার করে কলারোয়া উপজেলার মুরারীকাটি গ্রামের শেখ আব্দুস সাত্তারের ছেলে শেখ সালাউদ্দীনকে আসামী শ্রেণীভূক্ত করে সি,আর,পি ১২৮/১৯ (সাত) নং মামলা দাখিল করে। ঐ মামলা সম্পর্কে আমি কিছুই জানিনা, আমি কোন আদালতে হাজির হয়নাই এবং কোন স্বাক্ষর প্রদান করিনাই।
আমার পিতার নামসহ বিভিন্ন তথ্য ভুল লেখা আছে। এর পরেও থেমে থাকেনি ষড়যন্ত্রকারীরা আমার ঠিকানায় মামলার ফটো কপি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠালে আমি আশ্চর্য হয়েছি। আমি মামলা করলামনা অথচ মামলার বাদী হয়ে গেলাম। পরবর্তীতে আমি প্রতিকার চেয়ে জেলা আইনজীবী সমিতি বরাবর আবেদন জানিয়েছি। এব্যাপারে আইনজীবী এ্যাড. মো. মুজিবর রহমান বলেন, এ্যাড. আশরাফুল আলমের মুহুরী বাবু ভুয়া লোক উপস্থিত করে আমার দিয়ে এ মিথ্যা মামলা করিয়েছে।
সিরাজুল ইসলাম খান এ মামলার বাদী নয় মর্মে প্রত্যয়ন দিয়েছেন। অনেক নীরিহ জনগণ এধরনের মিথ্যা অভিযোগের কারণে সম্মানহানিসহ হয়রানীর শিকার হচ্ছে তাই এব্যাপারে ভুক্তভোগী ও সচেতন মহলের দাবী দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্ট্রান্তমূলক শাস্তি দেওয়া হোক।