আশাশুনিতে কৃষি পণ্য উৎপাদক সমিতির নেতাদের প্রশিক্ষণ
আশাশুনিতে কৃষি পণ্য উৎপাদক সমিতির নেতাদের জন্য বীজ সংরক্ষণ ও বীজ ব্যাংক রক্ষণাবেক্ষণ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে আশাশুনি কৃষক প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে ও উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পৃথক দু’টি গ্রুপে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
গণ উন্নয়ন কেন্দ্রের আয়োজনে ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৬৮ জন কৃষক অংশ নেন। প্রশিক্ষণ প্রদান করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামার বাড়ি সাতক্ষীরার জেলা প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ¦ নূরুল ইসলাম, খুলনা বিশ্ববিদ্যালয়ের কৃষিবিদ টিপু সুলতান, সুশীলনের সহকারী পরিচালক জি এম মনিরুজ্জামান, শাহিন ইসলাম ও উপজেলা কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ। উন্নত ও মান সম্মত বীজ নির্বাচন, সংরক্ষণ, পরিচর্চা, বীজের ব্যবহার প্রণালীসহ বিভিন্ন বিষয় নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষণ প্রদান করা হয়।