দেবহাটায় জমে উঠেছে ঈদের বাজার
ঈদকে সামনে রেখে কেনাকাটা জমে উঠেছে দেবহাটার শপিং সেন্টার সহ বিপণী বিতান গুলোতে। ইতোমধ্যেই সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত দেবহাটার প্রত্যেকটি মার্কেটের অভিজাত দোকান গুলোতে দেখা যাচ্ছে সকল ধরনের ক্রেতাদের উপচে পড়া ভিড়। এবারের ঈদের কেনাকাটায় ভারতীয় কাপড়ের চাহিদা থাকলেও, তীব্র গরমের কারণে ক্রেতাদের অনেকেই ঝুঁকছেন দেশি সুতি কাপড়ের পোশাকের দিকে। ঈদের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠতে শুরু করেছে বাজার। ক্রেতাদের মধ্যে পুরুষ তুলনা মুলোক কম এবং মহিলাদের সংখ্যাই বেশী। পাশাপাশি গত বছরের তুলনায় দাম কিছুটা বেশি থাকলেও, পছন্দমতো জিনিস কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করছেন ক্রেতারা।
একাধিক ব্যবসায়ীরা জানায়, কেনাকাটা শুরু হয়েছে ১৫ রোজার পর থেকে। এবার ভারতীয় কাপড়গুলোর পাশাপাশি বাজার দখলে রেখেছে দেশীয় সুতি কাপড়। গরমের কারণে দেশি সুতি থ্রি পিসগুলো রয়েছে অধিকাংশের পছন্দের তালিকায়। পাশাপাশি সমানতালে বিক্রি হচ্ছে ভারতীয় গাউন। তাছাড়া শিশুদের হরেক রকম পোশাকও বিক্রি হচ্ছে ব্যাপক হারে। এক্ষেত্রে শিশুদের পোশাকের দাম অপেক্ষাকৃত বেশী বলেও দাবী করেছেন ক্রেতারা। আর পুরুষদের জিন্স প্যান্ট, শার্ট, টি-শার্টের পাশাপাশি হরেক রকমের বর্ণালী পাঞ্জাবির চাহিদাও বেশি বিপণী বিতান গুলোতে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী দেশী-বিদেশী সব ধরনের পণ্যই বিক্রি করছেন ব্যবসায়ীরা। শুধু বিপণী বিতান নয় জুতা, কসমেটিক্স সহ অন্যান্য পণ্যের দোকানগুলোতে উৎসুক ক্রেতাদের ভিড়ে বর্তমানে জমজমাট ঈদের কেনাকাটা। তবে আগামী কয়েকদিন অর্থাৎ ঈদের আগ মুহূর্ত পর্যন্ত কেনাকাটায় ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়বে বলে আশা করছেন ব্যবসায়ীরা।#