কেশবপুর উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে প্রশিক্ষণ শুরু
যশোরের কেশবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মচারী ও উপকারভোগীদের ৩ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ শনিবার শুরু হয়েছে।
উপজেলা সমাজসেবা অফিসার তরিকুল ইসলামের পরিচালনায় উপজেলা পরিষদ হলরুমে প্রধান অতিথি হিসাবে ৩ দিনব্যাপী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমান।
উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। প্রথমদিন প্রশিক্ষণ প্রদান করেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মহাদেব চন্দ্র সানা ও থানার তদন্ত ওসি শাহাজাহান আহম্মেদ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট ৩০ জন কর্মচারী ও উপকারভোগী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণে অংশনেন।
Please follow and like us: