বিশ্বকাপ প্রাক-বাছাইপর্বে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা
ভিয়েনতিয়েনে বিশ্বকাপের প্রাক বাছাইপর্বে আগামী মাসের ৬ তারিখ বাংলাদেশ মুখোমুখি হবে লাওসের।ফিরতি ম্যাচ ঢাকায় ১১ জুন। এরই মধ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ২৩ জনের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন।
বাফুফে ভবনের সম্মেলন কক্ষে আজ বৃহস্পতিবার এ স্কোয়াড ঘোষণা করা হয়।
চূড়ান্ত স্কোয়াড নিয়ে থাইল্যান্ডে ১০ দিনের ক্যাম্পে ২৪ তারিখ রওনা দিবে বাংলাদেশ দল। থাইল্যান্ডে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ৩ জুন লাওসের উদ্দেশ্যে রওনা দেবে লাল-সবুজরা।
বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলাম মামুন চূড়ান্ত দলে ফিরেছেন। মাঝে কম্বোডিয়া ম্যাচের প্রাথমিক দলে থাকলেও মূল স্কোয়াডে থাকতে পারেননি। কম্বোডিয়ার বিপক্ষে শেষ আন্তর্জাতিক প্রীতি ম্যাচের চূড়ান্ত দল থেকে বাদ পড়েছেন শেখ রাসেলের মিডফিল্ডার মোহাম্মদ সোহেল রানা। এ ছাড়া চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছেন ডিফেন্ডার তপু বর্মন ও মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ।
আরামবাগ ক্রীড়া সংঘের উসাইন বোল্ট খ্যাত আরিফুর রহমান ইনজুরি সেরে মাঠে নেমেছেন। আরিফ সুযোগ পেয়েছেন চূড়ান্ত দলে। বসুন্ধরা কিংসের ইমন বাবুও ইনজুরি কাটিয়ে ফিরেছেন লাল-সবুজ শিবিরে। এবারের দলে অভিষেক হতে যাচ্ছে ডিফেন্ডার রিয়াদুল ইসলাম রাফিও। গোলরক্ষক শহীদুল আলম সোহেল ইনজুরির কারণে চূড়ান্ত স্কোয়াড থেকে ছিটকে গেছে। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন আরামবাগের গোলরক্ষক মাজাহারুল ইসলাম হিমেল।
চূড়ান্ত বাছাইপর্বে খেলার আশা টিকে থাকবে লাওসকে হারালেই। র্যাংকিংয়ে এগিয়ে থাকা লাওস (১৮৪) পরীক্ষা নেবে বাংলাদেশের (১৮৮)। প্রচণ্ড চাপের মধ্য দিয়েই খেলতে হবে লাল-সবুজ জার্সিধারীদের।
বাংলাদেশের প্রাথমিক দল:
গোলরক্ষক: আশরাফুল ইসলাম রানা, আনিসুর রহমান জিকো ও মাজহারুল ইসলাম।
রক্ষণভাগ: টুটুল হোসেন বাদশা, সুশান্ত ত্রিপুরা, বিশ্বনাথ ঘোষ, ইয়াসিন খান, রহমত মিয়া, রিয়াদুল হাসান, নাসিরউদ্দিন চৌধুরী।
মাঝমাঠ: ইমন মাহমুদ, সোহেল রানা (আবাহনী), জামাল ভূঁইয়া, রবিউল হাসান, মাসুক মিয়া জনি, মামুনুল ইসলাম।
আক্রমণভাগ: নবীব নেওয়াজ জীবন, মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, তৌহিদুল আলম সবুজ, মোহাম্মদ ইব্রাহিম, বিপলু আহমেদ ও আরিফুর রহমান।