বিনামূল্যে কৃষকের ধান কেটে দিচ্ছে ছাত্রলীগ
বাজারে ধানের দাম কম ও শ্রমিকের মূল্য বেশি হওয়ায় মাঠ থেকে পাকা ধান ঘর তুলতে হিমশিম খাচ্ছে সারাদেশের কৃষকরা। দেশের বেশকিছু এলাকায় কৃষকদের আন্দোলনের ফলে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ ইতোমধ্যে কৃষকদের পাশে দাঁড়িয়েছে। এবার কৃষকদের মাঠের ধান কাটতে সহযোগিতা করবে ক্ষমতাসীন আওয়ামী লীগের ছাত্রসংগঠন ছাত্রলীগ।
কৃষকদের সহযোগিতা করতে সংগঠনটির সকল ইউনিটের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন ছাত্রলীগ সভাপতি মো. রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী। বুধবার (২২মে) ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সারাদেশ জুড়ে ধান কাটা শ্রমিকের মজুরি তুলনামূলকভাবে বেশি হওয়ায় এবং মজুর স্বল্পতার কারণে বেশ কিছু অঞ্চলে কৃষকরা পাকা ধান কাটতে হিমশিম খাচ্ছেন। এমতাবস্থায় বাংলার দুঃখী অসহায় মানুষের শেষ ঠিকানা কৃষি বান্ধব নেত্রী, মমতাময়ী জননী, দেশরত্ন শেখ হাসিনার আদর্শিক ভ্যানগার্ড বাংলাদেশ ছাত্রলীগ বদ্ধপরিকর।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ছাত্রলীগের অন্তর্গত সকল ইউনিট (বিশ্ববিদ্যালয়/মহানগর/জেলা/উপজেলা/থানা/পৌর/ইউনিয়ন/ওয়ার্ড) সমূহকে স্ব-স্ব এলাকায় কৃষকদের প্রয়োজনীয়তার নিরিখে স্বেচ্ছাসেবক হিসেবে পাশে থেকে ধানকাটা সহ সর্বাত্মক সহযোগিতার জন্য উদাত্ত আহ্বান জানানো হলো।
কৃষকদের সার্বিক সহযোগিতা করতে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির কৃষি শিক্ষা বিষয়ক সম্পাদক এস এম মাকসুদুর রহমান মিঠুকে সমন্বয়ক করে তিন সদস্যের বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইতোমধ্যে পিরোজপুরের ছাত্রলীগের নেতাকর্মীরা প্রান্তিক কৃষকদের ধান কাটার মাধ্যমে তাদের সার্বিক সহযোগিতা শুরু করছে।