বিজয়ের পর প্রথম টুইটে মোদি
ভারতের লোকসভা নির্বাচনের প্রকাশিত প্রাথমিক ফলাফলে বিশাল ব্যবধানে বিজয় নিশ্চিত হয়েছে ক্ষমতাসীন দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের। এখন অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণার।
এর ফলে টানা দ্বিতীয়বারের মতো দিল্লির মসনদে বসতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়েও বেশি আসন নিশ্চিত হওয়ার পর সামাজিক যোগাযোগের মাধ্যম টুইটারে টুইট করেছেন মোদি।
প্রকাশিত টুইটটিতে মোদি লিখেছেন, ‘ভারত আবারো জয়ী হলো।
তিনি লিখেন, ‘আমরা একসঙ্গে বড় হই। একসঙ্গে সমৃদ্ধ হই। একসঙ্গে আমরা শক্তিশালী এবং অন্তর্ভুক্তিমূলক ভারত গড়ে তুলব। ভারত আবারো জয়ী হলো। #বিজয়ীভারত।’
এ পর্যন্ত পাওয়া ভোটের ফলাফলে দেখা যাচ্ছে, মোদির দল ২৯৪টি আসন পাচ্ছে। ২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ২৮২টি আসন পেয়েছিল।
সামান্য একজন চা বিক্রেতা থেকে ভারতের প্রধানমন্ত্রী নির্বাচীত হয়ে তিনি ব্যাপক সাড়া ফেলে দিয়েছিলেন।