তালায় রাজাকারের পুত্রের অত্যাচার অতিষ্ঠ তেতুলিয়াবাসী
সাতক্ষীরার তালা উপজেলার তেতুলিয়া ইউনিয়নর বাগর বিল প্রায় ২০০ জন কৃষক জিম্মি করে প্রায় ৬ শত বিঘা জমিতে জোর পূর্বক মাছ চাষ করে আসছে কেশবপুর উপজেলার তালিকাভুক্ত রাজাকার শা-খাওয়াত হাসনর পুত্র শহীদ হাসন। রাজাকার পুত্রের অত্যাচার নির্যাতন অতিষ্ঠ হয় গত ২০ মার্চ জমির শত-শত জন মালিক বিলের পাশ বিক্ষোভ করেছে।
সরজমিন গিয় জানাযায়, শহীদ হাসনর অত্যাচার নির্যাতন পুরা এলাকাবাসী আজ অতিষ্ঠ হয়ে উঠছে। শহীদ হাসন জামায়াত ইসলামি দল করার সুবোধ কলিয়া গ্রামর জামায়াত ইসলামি লাকদর সাথে ওঠাবসা ও অবাধ যাতায়াতর কারণ কর্তাব্যক্তির সাথ সখ্যতা রয়ছে। এ সুবোধে এলাকার সাধারণ মানুষের ঘের দখল, জমি দখল, বসতবাড়ি থেকে কর উচ্ছেদ তার নেশা ও পেশা হয় দাঁড়িয়েছ।
বরগর বিলের জমির মালিক মাঃ হালিম মাড়ল, নওশর শখ, ডাঃ নুরুল ইসলাম, ময়জদ্দিন শখ, বাবলু মাড়ল, রফিক মাড়ল, সামছুর রহমান শখ, আসাদুর রহমান, মশিয়ার রহমান, মুহাম্মদ শখ, নুরুজ্জআমান(জামাল)শখসহ জানান শহীদ হাসনর কাছ হারির মাধ্যম বাগর বিলর জমি লিজ প্রদান করি। প্রায় ২ বছর আমাদের হারির টাকা না দিয় জোর পূর্বক ঘের মাছ চাষ করে আসছে। টাকা চাইল তিনি টাকা না দিয় বিভিন্ন ভাবে হয়রানি ও তার লোকজন দিয় ভয়ভিত দেখাছে।
এ ছাড়াও কচুর ডাঙ্গী ও নাওখালী খালর মুখ পাকা পুল দিয় পানি নিষ্কাশন পথ মাটি ভর্তি বস্তা দিয় বন্ধ করে রেখেছে। ফলে পূর্ব বিল ৪০০ বিঘা জমির ফসল পানিতে তলিয় লাখ লাখ টাকার ক্ষতি সাধন হচ্ছে। প্রতি বছর বিল পাড়ের ৭ গ্রামর ২০০ হাজার বিঘা জমির ফসল সহ শতাধিক বাড়ি পানিবন্ধি হয় পড়।
এলাকাবাসী প্রশাসনর প্রতি এই অত্যাচার নির্যাতনর সুষ্ঠু তদন্তপূর্বক বিচার দাবি করছে।