কালিগঞ্জে সেবার মান বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা
স্থানীয় সেবা সরবরাহকারীদের সার বীজ সেবার মান বৃদ্ধি শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মে বুধবার সকাল ১০টায় উপজেলা অফিসার্স ক্লাবে ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রা প্রকল্পের আওয়াতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি।
নবযাত্রা-সুশীলন ফিল্ড অফিস ম্যানেজার হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মথুরেশপুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন, মৌতলা ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান খলিলুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, নবযাত্রার টিও রাসেল এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা উপ-সহকারী কর্মকর্তা আব্দুস সোবহান, নুরুন্নবী, সরদার গিয়াস উদ্দিন, ওয়াহেদুর রহমান ছোট, নবযাত্রার এসএও গনেশ চন্দ্র মন্ডল, আব্দুল কাদের, রুপালী সরকার, নুরুল প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে কৃষি কর্মকর্তা শেখ ফজলুল হক মনি বলেন, সাধারণ জনগনের টাকায় সরকারী চাকুরী জীবিদের বেতন হয়। প্রতিটি সরকারী দপ্তরে জনগণের সেবা পাওয়ার অধিকার আছে এবং তারাও সেবা দিতে প্রস্তুত। তিনি আরো বলেন দোকানে দোকনে লাল সালুতে সার বীজের দাম লেখা থাকে, পাশাপাশি সকল পণ্যের মূল্যে তালিকা রাখতে হবে।
বাজার মনিটরিং করতে হবে। বিশেষ করে কৃষি ক্ষেত্রে কৃষকদের সার্বিক পরামর্শ ও সহযোগীর জন্য উপজেলা কৃষি অফিস সর্বদা প্রস্তুত রয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃষক, সরকারী কর্মকর্তা, সিটিজের ভয়েস, এ্যাকশান গ্রুপের সদস্য ও সুধী ব্যক্তিরা উপস্থিত ছিলেন।