বাড়ি ভাড়া দিয়ে বিপাকে কালিগঞ্জের বক্কার
কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামের বক্কার সরদার বাড়ী ভাড়া দিয়ে বিপাকে পরেছে। এখন ভাড়াটিয়া সাগর গাজী ৩ শতক জমি দখল করে নেওয়ার পায়তারা চালাচ্ছে। স্থানীয় মোস্তাফিজুর রহমান, আলাউদ্দিন,ফিরোজসহ অনেকে জানান, রামনগর গ্রামের মৃত মুকুল সরদারের ছেলে আবু বক্কার গত দশ বছর আগে রামনগর বাজারের পাশে ভেকুর হাট খোলার মোড়ে মাসিক ৩’শ টাকা করে বাড়ী ভাড়া দেন মৌতলা ইউনিয়নের পানিয়া গ্রামের বিষে গাজীর ছেলে সাগরের কাছে। সম্প্রতি বাড়ীসহ ৩ শতক জমি দখল করে নিয়ে বসত বাড়ী ঘর নির্মাণ করছে সে।
বক্কার সরদার বলেন,তার বাজারের পাশে জমিতে একটি মাটির ঘর ফেলানো ছিল। এজন্য গত কয়েক বছর আগে ভূমিহীন সাগরের কাছে ভাড়া দেয়। দীর্ঘদিন সাগর ও তার পরিবার ওই ভাড়া বাড়িতে বসবাস করে আসছিল। কিন্তু হঠাৎ করে বাড়িসহ জমি তার বলে দাবী করে নতুন করে ঘড় নির্মাণ করছে। বিভিন্ন স্থানে শালিস বিচার করার পরও জমি ছেড়ে দিতে রাজি হচ্ছেনা ভূমি দস্যু সাগর। জমির কোন কাগজ পত্র না থাকলেও প্রভাব খাটিয়ে ওই জমি দখল করে ঘর বানাচ্ছে বলে জানান তিনি।
বিষয়টি সম্পর্কে জানতে সাগরের বাড়ীতে গেলেও তার দেখা পাওয়া যায়নি। তাছাড়া তার মোবাইল ফোনে একাধীকবার ফোন করলেও রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।