মাশরাফীকে ফোন দিয়ে যা বললেন প্রধানমন্ত্রী
ত্রিদেশীয় সিরিজের ফাইনালের আগে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক ও সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজাকে ফোন দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
শুক্রবার বিকেল পৌনে চারটায় আয়ারল্যান্ডের ডাবলিনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ফাইনালে লড়বে বাংলাদেশ। টাইগারদের ফোন করে দুশ্চিন্তা মুক্ত থেকে মন খুলে খেলার পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।
মাশরাফী জানান, ‘মাননীয় প্রধানমন্ত্রী কখনোই ট্রফি জয়ের কথা বলেন না। তিনি দলকে শুভকামনা জানিয়েছেন। বলেছেন টেনশন না করে মন খুলে খেলতে। চ্যাম্পিয়ন হতেই হবে এমন কোনো কথা নেই।’
মাশরাফি আরো জানান, ‘অনেক সময়ই আমাদেরকে ফোন করে প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানান। বরাবরই এরকমই বলেন। কখনোই বলেন না যে এবার চ্যাম্পিয়ন হতেই হবে।’
ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত খেলে যাওয়া বাংলাদেশ আরো একটি ট্রফির দুয়ারে। টাইগাররা এবার কি পারবে?