দেবহাটায় প্রতিপক্ষের হামলায় আহত-১
দেবহাটায় পুর্ব শত্রুতার জেরে নজরুল ইসলাম (৪০) নামের এক ব্যাক্তিকে পিটিয়ে জখম করেছে প্রতিপক্ষরা। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার নাংলা ঘোনাপাড়া আহছানিয়া জামে মসজিদ প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত নজরুল ইসলাম বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি নাংলা ঘোনাপাড়া গ্রামের শামছুর রহমানের ছেলে।
আহতের পরিবারের সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে নজরুল ইসলামের সাথে একই এলাকার করিম বিশ্বাসের দুই ছেলে শাহেদুজ্জামান সুজন, তৌহিদুজ্জামান মিলন, কাশেম ঢালীর ছেলে আব্দুস সালাম, মৃত জসীম উদ্দীনের ছেলে মঈনুদ্দীন গাজীর সাথে বিরোধ চলে আসছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় নাংলা ঘোনাপাড়া আহছানিয়া জামে মসজিদে ইফতার করতে গেলে ইফতার শেষে শাহেদুজ্জামান সুজন, তৌহিদুজ্জামান মিলন, আব্দুস সালাম, মঈনুদ্দীন গাজী সহ অজ্ঞাত কয়েকজন নজরুল ইসলামের ওপর অতর্কিত হামলা চালিয়ে পিটিয়ে জখম করে। এসময় তাকে উদ্ধার করতে গেলে স্থানীয় রফিকুল ইসলাম ও শফিকুল নামের দুজনকে লাঞ্ছিত করে তারা। পরে সেখানে উপস্থিত মুসল্লীরা গুরুতর আহত অবস্থায় নজরুলকে উদ্ধার করে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ রিপোর্ট লেখা পর্যন্ত আহতের পরিবারের পক্ষ থেকে দেবহাটা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিলো বলে জানা গেছে।