দেবহাটায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা প্রদান
দেবহাটায় বৈদ্যুতিক শর্ট-সার্কিট থেকে অগ্নিকান্ডের ঘটনায় বসতঘর ও দোকান ভষ্মিভুত হয়ে ক্ষতিগ্রস্থ পশাল, আব্দুল করিম এবং কামরুল হোসেনের পাশে দাড়িয়ে সহায়তা প্রদান করেছেন দেবহাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।
শুক্রবার সকালে উপজেলার শশাডাঙ্গা গ্রামে অগ্নিকান্ডের ঘটনাস্থল এবং ক্ষতিগ্রস্থদের দেখতে যান তারা। ঘটনাস্থল পরিদর্শনকালে ব্যাক্তিগত তহবিল থেকে ক্ষতিগ্রস্থদের ১শ কেজি চাল ও নগদ ১০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি। পাশাপাশি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যেক ক্ষতিগ্রস্থ পরিবারকে ৫ হাজার করে নগদ টাকা এবং ঘর নির্মাণের জন্য ঢেউটিন তুলে দেন।
এ সময় জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব রফিকুল ইসলাম, দেবহাটা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান সবুজ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শফিউল বশার, কুলিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রপ্ত চেয়ারম্যান আসাদুল ইসলাম, ইউপি সদস্য বিকাশ, সাংবাদিক আমিনুর রহমান বাবু সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।