দুবাইয়ে বিমান বিধ্বস্ত, নিহত ৪
সংযুক্ত আরব-আমিরাতের দুবাইয়ে একটি ছোট বিমান বিধ্বস্ত হয়ে দুই পাইলটসহ ৪ জন নিহত হয়েছেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের তিন মাইল দক্ষিণে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার শিকার চার আসনের ডিএ৪২ মডেলের বিমানটিতে তিনজন বৃটিশ নাগরিক ও একজন দক্ষিণ আফ্রিকার নাগরিক ছিলেন বলে আমিরাত কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে।
বিমানটি যুক্তরাজ্যের পশ্চিম সাসেক্সের শোরহ্যাম বিমানবন্দরের ফ্লাইট ক্যালিব্রেশন সার্ভিসেস-নামক একটি সংস্থার মালিকানাধীন ছিলো।
এ সংস্থাটি বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দর ও বিমানঘাঁটির রাডার ও অবতরন ব্যবস্থাসহ বিমান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ধরনের সহায়তা প্রদান ও পরিদর্শনের কাজ করে থাকে।
জেনারেল সিভিল অ্যাভিয়েশন অথারিটি (জিসিএএ) জানিয়েছে, বিমান বিধ্বস্তের কারণ জানতে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সমূহ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধা সাড়ে সাতটার দিকে বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানটির পাইলট ও কো-পাইলট সহ দুই যাত্রীর সকলেই নিহত হয়।
এ দুর্ঘটনার পর দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম ৪৫ মিনিটের জন্য বন্ধ রাখা হয় এবং পরবর্তীতে তা ফের চালু করা হয়।