চুরির বিচার চাওয়ায় ১২ দোকানে আগুন
কুমিল্লার কাগাতুয়া গ্রামের সৈয়দ আলী সুপার মার্কেটে চুরির বিচার চাওয়ায় ১২ দোকানে আগুন দেয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় বাঙ্গরা বাজার থানায় দুটি লিখিত অভিযোগ করা হয়েছে।
ক্ষতিগ্রস্তরা হলেন-জিলানী সরকার, ছাদেক মিয়া, কবির হোসেন, দুধূ হাজী, খলিল মেম্বার, মোজাম্মেল হক, বজলু মিয়া, জামান উদ্দিন, মোজাম্মেল, ইউছুফ আলী, অমজাদ হোসেন, জুয়েল রানা।
অভিযোগপত্রের তথ্যানুযায়ী, ১২ মে ওই মার্কেটের ব্যবসায়ী জীলানী সরকার পাশের ব্যবসায়ীর চুরি হওয়া টেলিভিশন বিষ্ণপুর গ্রাম থেকে উদ্ধার করে। এ সময় চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে কাগাতুয়া গ্রামের নবী, সবুজ ও লিটনের বিচারের দাবি করেন। এতে অভিযুক্তরা জিলানীর প্রতি ক্ষিপ্ত হয়ে দেখে নেয়ার হুমকি দেয়। এর জেরে পরের দিন মার্কেটে আগুন লাগে, সেই মুহূর্তের মধ্যে আশপাশের দোকানগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে।
মুরাদনগর ফায়ার স্টেশনের সাব অফিসার আব্দুর রব বলেন, খবর পেয়ে একটি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এখনো আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যায়নি। বিষয়টি তদন্ত সাপেক্ষে বলা যাবে।
বাঙ্গরা বাজার থানার ওসি মিজানুর রহমান বলেন, আগুনের ঘটনায় অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।