খেলা না হলেও চ্যাম্পিয়ন বাংলাদেশ
শাই হোপ এবং সুনিল আম্ব্রিসের ব্যাটে ভর করে ট্রাইনেশন সিরিজের শেষ ম্যাচে উড়ন্ত সূচনা করেছে উইন্ডিজ। দুজনের ঝড়ো ব্যাটিং দেখে দুশ্চিন্তার উকি দিয়ে যাচ্ছে টাইগার সমর্থকদের মনে।
তাহলে কি আরো একবার ফাইনালে এসে হারবে বাংলাদেশ? এ প্রশ্নের উত্তর খোজার আগেই বেরসিক বৃষ্টিতে বন্ধ হয়েছে খেলা। তবে টাইগার ভক্তদের জন্য সুখবর। বৃষ্টি না হলেও চ্যাম্পিয়ন হবে বাংলাদেশ।
আয়ারল্যান্ড ক্রিকেট কর্তৃপক্ষ জানিয়েছে, কোন কারণে ফাইনাল ম্যাচ না হলে গ্রুপ পর্বের সেরা দলকে বিজয়ী হিসেবে ঘোঘণা করা হবে। গ্রুপ পর্ব শেষে ৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল বাংলাদেশ। ফাইনালের অপর দল উইন্ডিজের ঝুলিতে ছিল ৯ পয়েন্ট।
সুতরাং যদি বৃষ্টির কারণে এই ম্যাচ পরিত্যক্ত হয় তবে প্রথমবারের মতো কোন বহুজাতিক ক্রিকেট টূর্ণামেন্টের চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করবে বাংলাদেশ।
খেলা এখন যে অবস্থায় রয়েছে তাতে এই খবরে টাইগার ভক্তরা একটু হলেও খুশি হতে পারেন। কিন্তু বৃষ্টি থেমে গেলে যদি খেলা আবার শুরু হয়, তাহলে কার্টেল ওভারে খেলা হবার সম্ভাবনা রয়েছে। সেখানে তাহলে পরিসংখ্যানটা হবে ভিন্ন।