শেভনালীর মোনায়েম হত্যা মামলার সাক্ষী মুনছুর গাজীকে হত্যার হুমকি
আশাশুনিতে মৎস্য ঘের দখলকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন গাইনকে (৪৫) কুপিয়ে হত্যা করা হয়। হত্যার সাথে জড়িত এজহারের বাইরে থাকা আসামিদের নাম পত্রিকায় প্রকাশ হয়। যাতে বিভিন্ন প্রত্যাক্ষদশীসহ মামলার সাক্ষী মুনছুর গাজী মোনায়েম হত্যা মামলার এজহারের বাইরে থাকা ভাড়াটিয়া সন্ত্রাসী-সরাসরি হত্যার সাথে জড়িত কালিগঞ্জের ইন্দ্রনগর গ্রামের মৃত মানিক আলী পাড়ের ছেলে আব্দুর রউফ পাড়, কুরবান পাড়ের ছেলে আব্দুল গফুর পাড়, আব্দুর ছাত্তার পাড়ের ছেলে নূর ইসলাম, জোহর আলী পাড়ের ছেলে শাহিনুর পাড় তার ভাই চান্নু পাড়, মৃত নওশের আলী গাজীর ছেলে সবুর গাজী, রহিম বক্সের ছেলে রহমান বক্স পাড়, ফেরাজতুল্লাহ পাড়ের ছেলে রেজাউল পাড়, সূবর্ণলতা গ্রামের রহমত গাজীর ছেলে ফজর আলী গাজী, তাদর্তোর ছেলে শান্ত, কাজলা গ্রামের এবাদুল গাজীর ছেলে ইসরাইল গাজী, ভাঙ্গালমারী গ্রামের আনসার আলীর ছেলে মুর্শিদ কে মোনায়েম হোসেন কে সরাসরি হত্যা করতে দেখেছে বলে সাংবাদিকদের জানান, আর পত্রিকায় তার ওই বত্তব্য প্রকাশিত হয়। এঘটনায় বৃহস্পতিবার সকালে কালিগঞ্জের ভুয়েরচক বিলে মোনায়েম হোসেনের হত্যার সাথে জড়িত কালিগঞ্জ উপজেলা ইন্দ্রনগর গ্রামের মৃত মানিক আলী পাড়ের ছেলে আব্দুর রউফ পাড় মোনায়েম হত্য মামলার সাক্ষী মুনছুর গাজী কে হত্যার হুমকি দিয়েছে।
সাক্ষী মুনছুন গাজী বলেন, রউফ পাড় আমাকে হুমকি দিয়ে বলে তোর ব্যবস্থা হচ্ছে, তুই আমাদের নাম সাংবাদিকদের বলেছিস আমরা মোনেয়েম কে মেরেছি এবার তুই বেশি বাড়ালে তোকেও মারবো। তিনি আরও বলেন আমি শুক্রবার সকালে এ ব্যাপারে আশাশুনি থানায় একটা জিডি করবো।
উল্লেখ্য: পূর্বে বিভিন্ন পত্রিকার সংবাদে কয়েকবার প্রকাশ হয় মোনায়েম হত্যার সাথে জড়িত সন্ত্রাসীরা ঘটনার আগের রাতে বসুখালী গ্রামের আটন (মাছ ধরার খাঁচা) ব্যবসায়ী কাছেম আলী গাজী বাড়িতে অস্ত্র শস্ত্র নিয়ে অবস্থান করেছিলো। এবং মামলার সাক্ষী মুসছুর গাজীসহ একাধিক প্রত্যক্ষদর্শী মামলার বাইরে থাকা
হত্যাকারীদের কে ঘটনার আগের দিন রাতে ও ঘটনার দিন সেখানে মোনায়েম হোসেন কে হত্যা করতে দেখে । তবে এদের বিরুদ্ধে বিভিন্ন প্রিন্ট ও অনলাইন পত্রিকায় কয়েকবার উপযুক্ত তথ্য নির্ভর সংবাদ প্রকাশিত হলেও এখনও গ্রেফতার হয়নি এই মূল আসামিরা। এদিকে খুনিদের যাতে উপযুক্ত শাস্তি হয় সে লক্ষে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে এলাকার সচেতন মহল জোর দাবী জানিয়েছেন ।