রক্তদাতা ও হিফজুল কুরআন শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল
রক্তদাতা ও হিফজুল কুরআন শিক্ষার্থীদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা ব্লাড মিডিয়া ও আমার সাতাশ সাতক্ষীরার আয়োজনে রাজারবাগানস্থ রিয়াজুল জান্নাত ক্যাডেট হিফজ মাদ্রাসায় এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি শেখ ফারুকুজ্জামান ডেভিডের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা প্রেসক্লাব সভাপতি ও সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির সভাপতি শেখ আজাহার হোসেন, বিশিষ্ট সমাজ সেবক ডাঃ আবুল কালাম বাবলা। এছাড়াও উপস্থিত ছিলেন লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এড. মোস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, মনিরুজ্জামান ছট্টু সহ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ আমিনুর রহমান কাজল।
এর আগে এস এস সি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে এ প্লাস পাওয়া পলাশপোল এলাকার ভ্যান চালকের মেধাবী কন্যা আয়েশা খাতুনকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয় এবং রিয়াজুল জান্নাত ক্যাডেট হিফজ মাদ্রাসার ফান্ডেও আর্থিক সহযোগিতা প্রদান করা হয়।