বাংলাদেশ-ভারত ম্যাচ সম্প্রচার হলেও,অনিশ্চিত পাকিস্তানের
বিশ্বকাপের দ্বাদশ আসরকে সামনে রেখে অনেক পরিকল্পনাই হাতে নিয়েছে ক্রিকেটের অভভাবক সংস্থা আইসিসি। তারই ধারাবাহিকতায় আইসিসির আয়োজনেই বিশ্বকাপ শুরুর আগে হবে প্রস্তুতি ম্যাচ। আর এতে বড় দুই দল এশিয়ার পরাশক্তি-ভারত আর পাকিস্তানের বিপক্ষে হাইভোল্টেজ লড়াইয়ে নামবে বাংলাদেশের।
পাকিস্তানের বিপক্ষে ২৬ মে মাঠে নামবে টাইগাররা। কিন্তু পাকিস্তানের এই ম্যাচটি আদৌ কোনো চ্যানেলে দেখাবে কি না, সেটি নিশ্চিত নয়।
ওদিকে কার্ডিফে ভারতের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মাঠে গড়াবে আগামী ২৮ মে। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এটি সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস নেটওয়ার্ক।
শুধু বাংলাদেশ ম্যাচ নয়। বিশ্বকাপের আগে ২৫ মে ভারত আর নিউজিল্যান্ডের মধ্যকার প্রস্তুতি ম্যাচটিও সরাসরি সম্প্রচার করবে স্টার স্পোর্টস।
ইংল্যান্ডে বিশ্বকাপ শুরু ৩০ মে। তবে টুর্নামেন্টে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এরপর ৫ জুন দিবারাত্রির লড়াইয়ে নিউজিল্যান্ডকে মোকাবেলা করবে টাইগাররা। তারপর একে একে খেলবে বাকি দলগুলোর সঙ্গে।
বিশ্বকাপে বাংলাদেশের সবগুলো ম্যাচ সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি, মাছরাঙা টিভি এবং বিটিভি। আর ভারতের সব ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস, ডিডি স্পোর্টস আর ডিডি ন্যাশনালে।a