সাতক্ষীরা সরকারি কলেজে দোয়া ও ইফতার মাহফিল
সাতক্ষীরা সরকারি কলেজের উদ্যোগে ইফতার ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৫ মে) ০৯ রমজান সাতক্ষীরা সরকারি কলেজ শিক্ষক পর্ষদ এর আয়োজনে সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস.এম আফজাল হোসেনের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সাঈদ, অতিরিক্ত পুলিশ সুপার ইলতুৎমিশ, সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. লিয়াকত পারভেজ, সাবেক অধ্যক্ষ শেখ আব্দুল অদুদ, সাবেক অধ্যক্ষ মো. খায়রুল ইসলাম, সাবেক অধ্যক্ষ সুকুমার দাস, সাবেক অধ্যক্ষ আব্দুল হামিদ, কলেজের সাবেক জিএস মকসুমুল হাকিম, প্রফেসর আমান উল্লাহ আল-হাদী, প্রফেসর আবুল কালাম আজাদ, ইফতার কমিটির আহবায়ক প্রফেসর মো. আবুল হাশেম প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক পর্ষদের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার পূর্ব দোয়া অনুষ্ঠানের মোনাজাতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তাঁর সহধর্মিণী বেগম ফজিলাতুন্নেছা মুজিবসহ ১৫ আগস্টের সকল শহিদ, শহিদ জাতীয় চার নেতা, শহিদ মুক্তিযোদ্ধা ও গণতান্ত্রিক আন্দোলনে সকল শহিদের রূহের মাগফেরাত কলেজের সাফল্য কামনা করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সরকারি কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা শফিউল্লাহ।