দেবহাটায় দুটি সাইক্লোন শেল্টার সংস্কারে টেন্ডারের লটারির ড্র
দেবহাটার ঢেপুখালী সাইক্লোন শেল্টার ও চালতেতলা সাইক্লোন শেল্টার সংস্কারে নির্দেশনা মোতাবেক দাখিলকৃত টেন্ডারের লটারির ড্র অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টায় দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রকাশ্যে প্রত্যেকটি সাইক্লোন শেল্টারের বিপরীতে দাখিল কৃত ৩৭ টি দরপত্র লটারির মাধ্যমে ড্র অনুষ্ঠিত হয়। লটারিতে ঢেপুখালী সাইক্লোন শেল্টারের জন্য নির্ধারিত প্রাক্কলিত ব্যয় ১০ লক্ষ ৫২ হাজার ৪৬৩ টাকার দরপত্র দাখিলকারীদের মধ্য থেকে আব্দুস সালাম গাজী এবং চালতেতলা সাইক্লোন শেল্টারের জন্য নির্ধারিত প্রাক্কলিত ব্যয় ৯ লক্ষ ৯৫ হাজার ৬৯০ টাকার দরপত্র দাখিলকারীদের মধ্য থেকে নাংলার আশা এন্টারপ্রাইজ বিজয়ী হয়।
এসয় লটারি কমিটির দায়িত্বপ্রাপ্ত সভাপতি সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কারী কর্মকর্তা শফিউল বশার, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।