দেবহাটায় খাদ্যশস্য সংগ্রহের উদ্বোধন করলেন ইউএনও ইকবাল হোসেন
দেবহাটায় চলতি মৌসুমে খাদ্যশস্য হিসেবে ১৮৪ মেট্রিক টন ধান ও ৭১৬ মেট্রিক টন চাল ক্রয়ের সিদ্ধান্ত মোতাবেক সরকারীভাবে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন।
বুধবার বেলা ১১টায় উপজেলার পারুলিয়াস্থ সরকারী খাদ্য গুদামে ধান-চাল সংগ্রহের উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুজ্জামান, দেবহাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান শাওন সহ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকরা উপস্থিত ছিলেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, ধান-চাল সংগ্রহে এবার কোন সুবিধাবাদী অসাধু সিন্ডিকেটের লোকজন গরীব অসহায় কৃষকদের রক্ত চুষে অবৈধ অর্থ হাতানোর চেষ্টা করলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
প্রকৃত কার্ডধারি কৃষকরা যাতে করে কোন বাঁধা ছাড়াই নিজেদের উৎপাদিত নির্দিষ্ট মাত্রার ধান-চাল সরকারের কাছে বিক্রয় করতে পারে সেজন্য উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলেও জানান ইউএনও ইকবাল হোসেন।