গরমেও নখ রাখুন সতেজ
অনেকেরই ধারণা নখের যত্ন শুধু শীতকালেই নিতে হয়, এই ধারণাটি একদমই ভুল। গরমেও একইভাবে নখের যত্ন নেয়া দরকার। কারণ গরমে সূর্যের অতি বেগুনি রশ্মি ত্বককে বিবর্ণ করে দেয়। একইসঙ্গে এই রশ্মির প্রভাবে ত্বকের কোষগুলো মরে গিয়ে ত্বক হারিয়ে ফেলে স্বাভাবিক উজ্জ্বলতা। অতএব সঠিকভাবে যত্ন করলে তবেই সবসময় নখ থাকবে সুন্দর ও উজ্জ্বল। চলুন তবে জেনে নেয়া যাক গরমে নখের যত্নে করণীয়-
১. যাদের নখ ভাঙার সমস্যা আছে, তারা নিয়মিত নেইল হার্ডনার ব্যবহার করতে পারেন। এটি নেইন পালিশের মতোই এবং সহজেই বাজারে পাওয়া যাবে।
২. নখের হলদে ভাব দেখা দিলে রাতে ঘুমাতে যাওয়ার আগে ভ্যাসলিন লাগিয়ে ঘুমান। এতে হলদেটে ভাব কমে যাবে এবং নখ মসৃণ থাকবে।
৩. মাসে অন্তত ২ বার ম্যানিকিউর ও পেডিকিউর করুন। সম্ভব হলে প্রতি ১৫ দিন পর পর একবার করা ভালো। এতে নখের সমস্যা দূর হয়ে যাবে।
৪. নখকে সজীব রাখতে নখের ধরন, কারণ, আবহাওয়া, সময়, পরিস্থিতি বিবেচনা করে ব্যবহারের উপযোগী অনেক ধরনের ময়েশ্চারাইজার পাওয়া যায়। সেগুলো ব্যবহার করলেও নখের সমস্যা দূর হয়।
৫. নখের কিউটিক্যাল ড্যামেজ হলে আমন্ড অয়েলের সাথে ভ্যাসলিন মিশিয়ে ব্যাবহার করুন।