কুল্যা চেয়ারম্যান রফিক গুরুতর আহত
আশাশুনি উপজেলার কুল্যা ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপি সভাপতি এস এম রফিকুল ইসলাম সড়ক দুর্ঘটনায় গুরুতর ভাবে আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে চাম্পাফুল দীঘিরপাড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে।
চেয়ারম্যান রফিকুল ইসলাম কালিগঞ্জ থেকে মটর সাইকেলে আশাশুনি আসতেছিলেন। ঘটনার সময় চাম্পাফুল দীঘির পাড়ের কাছে পৌছলে বদরতলার দিক থেকে দ্রুত গতির একটি ইঞ্জিন ভ্যান আশাশুনি-কালিগঞ্জ সড়কে ঢুকে পড়লে চেয়ারম্যান তার মটর সাইকেল তাৎক্ষণিকভাবে ঘুরিয়ে আত্মরক্ষার চেষ্টা করলেও ভ্যানের ধাক্কা পেয়ে রাস্তার উপর ছিটকে পড়েন। এ্যাম্বুলেন্সযোগে প্রথমে তাকে আশাশুনি হাসপাতালে এবং পরে সাতক্ষীরা ফারজানা ক্লিনিকে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে বিপদমুক্ত বলে জানালেও তার অবস্থা গুরুতর বলে জানাগেছে।
Please follow and like us: