কালিগঞ্জে বিদ্যুতের টাকা নেয়ায় কুদ্দুস হাজীর বিরুদ্ধে থানায় অভিযোগ
কালিগঞ্জের রতনপুর ইউনিয়নের গান্ধুলিয়া গ্রামের বিদ্যুৎ অফিসের আলোচিত দালাল কুদ্দুস হাজী ও তার ভাই টোকনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে পাতাসি বেগম নামের এক নারী। লিখিত অভিযোগ সূত্রে জানা যায় কুদ্দুস হাজী বিদ্যুৎ দেয়ার নামে প্রায় ৩০০’শ পরিবারের নিকট থেকে সাড়ে তিন হাজার টাকা থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত নিয়েছে। গত এক বছর যাবত প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছে ওই প্রতারক। তবে দীর্ঘ দিন অতিবাহিত হলেও আজও কোন ঘরে বিদ্যুৎ পৌঁছায়নি ওই এলাকায়। এ বিষয়ে সাংবাদিকদের সামনে পাতাসি বেগম মুখ খোলায় বিভিন্ন সময়ে তাকে মারধোর সহ খুন-জখমের হুমকি ধামকি দিচ্ছে কুদ্দুস ও তার ভাই টোকন। বিদ্যুতের টাকা ফেরত পেতে ও হত্যার হুমকি ধামকির বিষয়ে প্রতিকার চেয়ে দুই দিন আগে কালিগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে পাতাসি বেগম। অভিযোগের বিষয়ে কালিগঞ্জ থানার উপ-পরিদর্শক মনির তরফদার জানান বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণ করবেন। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকে জানান এলাকায় বিভিন্ন মানুষকে হয়রানি বিদেশ পাঠানোর নাম করে টাকা নিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে এই কুদ্দুস হাজী। এছাড়া জামাত-শিবিরের অর্থদাতা এই কুদ্দুস হাজী নাশকতা মামলা সহ একাধিক মামলার জেল খাটা আসামি সে। তার ভয়ে এলাকার অনেকেই মুখ খুলতে সাহস পায় না তার বিরুদ্ধে গত একমাস আগে তার আপন মেজ ভাইয়ের স্ত্রী তাসলিমা খাতুন কে মারধর ও শ্লীলতাহানি ঘটায়। এ বিষয়ে তাসলিমা তাদের বিরুদ্ধে মামলা করলে সেই মামলায় জেল খাটে তারা। এখানেই ক্ষান্ত নয় তার ভাইকে বসতভিটা থেকে উচ্ছেদ করার জন্য বিভিন্ন ভাবে পাঁয়তারা চালিয়ে যাচ্ছে কুদ্দুস হাজী।