খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঈদের পর আন্দোলন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি এবং বিরোধী দলীয় নেতা-কর্মীদের হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবি জানিয়েছে যুক্তরাষ্ট্র জাসাস। ১২ মে নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে তিতাস পার্টি হলে যুক্তরাষ্ট্র জাসাসের সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন হোস্ট সংগঠনের সভাপতি আলহাজ্জ আবু তাহের এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক কাওসার আহমেদ।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক কণ্ঠশিল্পী বেবী নাজনীন বলেন, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রীকে খালেদা জিয়াকে জেলে নেয়ার মধ্য দিয়েই গণতন্ত্রকে নির্বাসনে পাঠানো হয়েছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতা শরাফত হোসেন বাবু, আলহাজ্ব মাহফুজুল মাওলা নান্নু, মো. আনোয়ার হোসেন, বাকির আজাদ, সৈয়দা মাহমুদা শিরিন, নিউইয়র্ক স্টেট বিএনপির সেক্রেটারি সাঈদুর রহমান সাঈদ, গিয়াস উদ্দিন, আহসান উল্লাহ বাচ্চু, নিউইয়র্ক সিটি বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা, যুবদলের কেন্দ্রীয় সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন, যুক্তরাষ্ট্র যুবদলের নেতা অয়েস আহমেদ, বিএনপি নেতা মোশারফ হোসেন সবুজ, রুহুল আমিন নাসির, যুক্তরাষ্ট্র জাসাসের নেতা বদরুল হোসেন চৌধুরী জাকির, আশরাফ হোসেন, শেখ হায়দার আলী, আনোয়ার হোসেন, হারুন অর রশীদ, যুক্তরাষ্ট্র ছাত্রদলের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জনি, সিদ্দিক হোসেন রুবেল।
রমজানের মধ্যে যদি বেগম জিয়াকে মুক্তি দেয়া না হয় তাহলে ঈদের পর ব্যাপক কর্মসূচি নিয়ে মাঠে নামার কথাও বলেন বক্তারা।
সমাপনী বক্তব্যে আলহাজ্ব আবু তাহের বলেন, বাংলাদেশে গণতন্ত্রকে মুক্ত করতে এখন সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। ঐক্যের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে তারাই চিহ্নিত হবে।
ইফতার মাহফিলে জাসাস, যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের শতাধিক নেতা-কর্মী অংশ নেন। এ সময় বিশেষ মোনাজাতে বেগম জিয়ার দ্রুত আরোগ্য কামনা করা হয়।