আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক আলোচনা সভা
আশাশুনিতে ভোক্তা অধিকার বিষয়ক সচেতনতা বৃদ্ধি মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা। সভায় উপজেলার বিভিন্ন হাট বাজারের ব্যবসায়ীরা দ্রব্যমূল্য তালিকা প্রদর্শন না করা, পঁচা-বাশি খাবার বিক্রয়, হোটেল রেস্টুরেন্টের নাজুক অবস্থাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের মোবাইল কোর্ট পরিচালনাকে সাধুবাদ জানিয়ে আরও ব্যাপক ও নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা, পবিত্র রমজান মাসের পবিত্রতা রক্ষাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।
উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন, আবম মোছাদ্দেক, এস এম রফিকুল ইসলাম, দীপংকর কুমার সরকার দীপ, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ হান্নান পাড়, মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, ইঞ্জিঃ আকতার হোসেন, পিআইও সোহাগ খান, জনস্বাস্থ্য প্রকৌশলী দারুস সালাম, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি রফিকুল ইসলাম মোল্যা, বিআরডিবি চেয়ারম্যান আঃ মান্নান, শিক্ষক বুদ্ধদেব সরকার, কামরুন নাহার কচি, নিরঞ্জন কুমার মন্ডল, প্রেসক্লাব সভাপতি এস এম আহসান হাবিব, প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংবাদিক এম এম সাহেব আলি প্রমুখ উপস্থিত ছিলেন।