সাতক্ষীরায় ৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহের সমাপনীতে আলোচনা সভা
“জীবন বাঁচান, আওয়াজ তুলুন” প্রতিপাদ্যকে সামনে রেখে “৫ম বিশ্ব নিরাপদ সড়ক সপ্তাহ” পালন উপলক্ষে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) সাতক্ষীরা সার্কেল সপ্তাহ ব্যাপী বিভিন্ন কর্মসূচির সমাপনী দিন রবিবার দুপুরে সাতক্ষীরা কেন্দ্রীয় বাসটার্মিনালে সড়ক দুর্ঘটনা রোধকল্পে মালিক ও শ্রমিকদের সমন্বয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির সভাপতি সায়ফুল করিম সাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আবু সাঈদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের সহকারী পরিচালক এ, এস, এম, ওয়াজেদ হোসেন, সাতক্ষীরা সিভিল সার্জনের প্রতিনিধি মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার, সাতক্ষীরা ট্রাফিক পুলিশ বিভাগের টিআই মোঃ মোমিন হোসেন, মেক্যানিক্যাল এ্যাসিসট্যান্ট মো: আবু জামাল, সাতক্ষীরা জেলা বাস মিনিবাস কোচ ও মাইক্রোবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন, সাতক্ষীরা জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি মোঃ আরশাফ আলী খোকা ও সাধারন সম্পাদক মোঃ জাহিদুর রহমান জাহিদ।
উক্ত আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধকল্পে দিক নির্দেশনা মূলক বক্তব্য প্রদান ও সড়ক দুর্ঘটনা রোধকল্পে লিফলেট বিতরণ করা হয়। এ ছাড়াও আলোচনা সভায় পথচারী, স্কুল কলেজের ছাত্র,যাত্রী ও বিভিন্ন পেশাজীবী মোটরযান চালকগনসহ শ্রমিক বৃন্ধ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন বিআরটিএ সাতক্ষীরা সার্কেলের মোটরযান পরিদর্শক মোঃ নাসিরুল আরিফিন।