দেবহাটায় প্রতিপক্ষের মারপিটে নারী আনসার সদস্য জখম!
দেবহাটার সখিপুরে জমিজমা সংক্রান্ত বিরোধে সাজু পারভীন (৩২) নামের আনসার বাহিনীর এক নারী সদস্যকে মারপিট করে ও কামড়ে জখম করেছে প্রতিপক্ষরা। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে এঘটনা ঘটে। আহত নারী আনসার সদস্য সাজু পারভীন বর্তমানে সখিপুরস্থ দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। তিনি সখিপুর মোড় সংলঘ্ন ইজাকুল ইসলামের মেয়ে। চিকিৎসাধীন সাজু পারভীন জানান, সখিপুরে তার পিতার আড়াই শতক জমি নিয়ে একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৪০), শহিদুল ইসলাম (৩৫) এবং আশরাফুল ইসলামের (৩২) সাথে গোলযোগ চলে আসছিলো। রবিবার সকালে রেজাউল, শহিদুল ও আশরাফুল দেশীয় ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত বসতঘরে ঢুকে তাদের ওপর হামলা চালায়। এসময় তারা বসত ঘরটির বিভিন্ন স্থানে কুপিয়ে ভেঙে দিতে থাকে। বাধা দিতে গেলে সাজু পারভীনকে বেধড়ক মারপিট ও কামড়ে জখম করে। পাশাপাশি বসত ঘরে লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ অর্ধলক্ষ টাকা ছিনিয়ে নেয়। এসময় আহতের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে আসলে পালিয়ে যায় তারা। এঘটনায় আহত সাজু পারভীন বাদী হয়ে রবিবার উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে দেবহাটা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এব্যাপারে দেবহাটা থানার সেকেন্ড অফিসার নয়ন চৌধুরী বলেন, আহত নারী আনসার সদস্য থানায় অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।