ঝাউডাঙ্গা কলেজে জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান
সাতক্ষীরা সদরের ঝাউডাঙ্গা ডিগ্রী কলেজে শনিবার সকাল ১০ টায় ২০১৯ সালের মাধ্যমিক স্তরে জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে নিয়ে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কলেজের অডিটোরিয়াম কক্ষে ঝাউডাঙ্গা ইউনিয়ন তথা অত্র এলাকার মেধাবী শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দদের উপস্থিতিতে এক উৎসবমুখর পরিবেশে জিপিএ – ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে স্বাগতম জানান হয়। মেডেল পরিয়ে শিক্ষার্থীদেরকে সংবর্ধনা জানান কলেজ প্রতিষ্ঠাতা এস.এম শওকত হোসেন, অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান, উপাধ্যক্ষ গোপাল চন্দ্র ঘোষ, সহকারী অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন নাহার, মোঃ. আব্দুল মান্নানসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।
কলেজের প্রতিষ্ঠাতা এস. এম শওকত হোসেন বলেন – শিক্ষা একটি জাতির মূল হাতিয়ার, উন্নতির চাবিকাঠি । তোমাদেরকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। ভবিষ্যতে তোমাদেরকেই এ দেশের হাল ধরতে হবে। আগামীতে তোমাদের দ্বারাই উন্নত হবে দেশ। আলোকিত হবে সোনার বাংলা। তিনি দেশপ্রেম, স্বাধীনতা ও স্বাধীনতার সঠিক ইতিহাস জানতে ছেলে মেয়েদের উৎসাহিত করেন। সন্তানদের সাফল্য অর্জনের জন্য তিনি অভিভাবকদের আন্তরিকভাবে ধন্যবাদ জানান ।
ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান বলেন, আমি সর্বদা চেষ্টা করি এলাকা তথা সর্বত্র ছেলেমেয়েরা শিক্ষার আলোয় আলোকিত হোক। আজ যে সব মেধাবী শিক্ষার্থীদের আমরা স্বাগতম জানিয়েছি, তারা যেন ভবিষ্যতে আরো ভাল করতে পারে, পাশাপাশি অন্যরাও উৎসাহিত হয়।
ইতিমধ্যে অধ্যক্ষ মোঃ খলিলুর রহমান শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য জাতীয় কবি কাজী নজরুল ইসলাম গোল্ডেন এওয়ার্ড লাভ করেছেন, যা তার শিক্ষানুরাগ,শিক্ষার প্রতি ভালবাসার দৃষ্টান্তস্বরূপ।