সাতনদী’র মফস্বল সম্পাদককে হত্যার হুমকি
সাতনদীর মফস্বল বার্তা সম্পাদক আহাদুর রহমানকে হত্যার হুমকি দিয়েছে একই এলাকার মাদকসেবী ও চোর হিসেবে পরিচিত বাহার উদ্দীন (২১) ও তার পিতা আমিনুল ইসলাম (৪৫)। গাছের ডাল পড়ে চারা গাছ ভাঙাকে কেন্দ্র করে এই ঘটনা ঘটে।
সাধারণ ডায়রী সুত্রে জানা যায়, আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে আহাদুর রহমানের প্রতিবেশী আমিনুল ইসলাম ও তার ছেলে বাহার উদ্দীনসহ তার পরিবারের সদস্যরার অকথ্য ভাষায় গালিগালাচ করতে থাকে। একপর্যায়ে গালিগলাচের প্রতিবাদ করলে বারাহার উদ্দীন ও আমিনুল ইসলাম আরও উদ্ধ্যত হয়ে আহাদুর রহমানকে সুযোগ পেলে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে আহাদুর রহমান সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়রী করেছেন।
হত্যার হুমকির ব্যপারে আহাদুর রহমান বলেন, আমাদের একটি আমগাছের ডাল আমিনুল ইসলামদের জমির উপরে গেলে আজ সকালে আমিনুল ইসলাম ডালটি কাটতে বলে। সেই মোতাবেক আমার বাবা আম গাছের ডালটি কেটে ফেলে। এক পর্যায়ে গাছের ডাল পড়ে জমির সীমানার উপর লাগানো একটি ছোট কাঠাল গাছের চারা ক্ষতিগ্রস্থ হয়। তার পরপরই আমিনুল ইসলাম ও তার স্ত্রী অকথ্য ভাষায় গালিগালাচ করতে থাকে। এক পর্যায়ে আমি গালিগালাচ সহ্য করতে না পেরে প্রতিবাদ করি। প্রতিবাদ করার পরই আমিনুল ইসলামের ছেলে বাহার উদ্দীন দা নিয়ে এসে বলে ‘বাড়ি থেকে বের হ, কুপিয়ে তোরে সায়েস্তা করব।’ এর আগেও কদমতলা বাজারের উত্তম মডেলিং স্টুডিওতে চুরি করার সময় নাইট গার্ডের কাছে ধরা পড়ে বাহার উদ্দীন। এ সময় পালিয়ে গেলেও পরদিন নাইট গার্ডকে হাতুড়ি পেটা করে সে। স্থানীয় শালিষে ক্ষতিপূরণ দিয়ে সে যাত্রায় রেহাই পায় সে। তাই পরিবারের নিরাপত্তার স্বার্থে আমি একটি সাধারণ ডায়রী করেছি।