সাতক্ষীরায় ছেলে ধরা মনে করে মোটর সাইকেল চালককে পিটিয়ে জখম
গত কাল রাত ১০টার সময় সাতক্ষীরা সদরের বাঁকাল এলাকা থেকে ছেলে ধরা রোহিঙ্গা মনে করে পিটিয়ে জখম করেছে এলাকাবাসী । মোটরসাইকেল চালক হলেন দেবহাটা উপজেলার গোবরাখালী গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে মো.রিয়াজদ্দীন মোড়লকে (৪০) ।
তিনি বাড়ি থেকে মটর সাইকেল চালিয়ে সদর হাসপাতালে যাচ্ছিলেন এসময় বাকাল কোল্ডষ্টোর এলাকার বেশকিছু যুবক তার মটর সাইকেলে থামিয়ে তাকে ছেলে ধরা রোহিঙ্গা মনেকরে বেধক মাধধর শুরু করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে ইটাগাছা পুলিশ ফাঁড়িতে নিয়ে জিঙ্গাসাবাদ করলে। তিনি বলেন আমি বাসা থেকে আমার প্রতিবেশী ২ জন মহিলাকে নিয়ে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে যাচ্ছিলাম। বাঁকাল এলাকায় পৌঁছানো মাএ আমাকে মোটর বাইক থেকে নামিয়ে মারধর শুরু করেন। আমার কথা না শুনেবুঝে ।
আর আমার সাথে থাকা আমার প্রতিবেশীরা কোথায় গেছে আমি বলতে পারি না। ঘটনা স্থল পরিদর্শক করেন। সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মেরিনা আক্তার, সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মোস্তাফিজুর রহমান, সদর থানার তদন্তকারী কর্মকর্তা মহিদুল ইসলাম, ইটাগাছা ফাঁড়ির ইনর্চাজ মো. ইস্রাফিল হোসেন, প্রমুখ। সাতক্ষীরা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল ) মেরিনা আক্তার, বলেন এটা একটি গুজব। গুজবে কান না দিয়ে আমরা আসল ঘটনা জানবো।
আর আপনারা এ ধরনের ঘটনা বিস্তারিত জানার জন্য সরাসরি।পুলিশ সুপার সদর সার্কেল এই নম্বরে ০১৭১৩৩৭৪১৩৮ যোগাযোগ করবেন।