বনানীর ইকবাল সেন্টারে আগুন
রাজধানীর বনানীর ইকবাল সেন্টারের সামনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন লাগার বিষয়ে সত্যতা নিশ্চিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার মো. এরশাদুজ্জামান। তিনি জানান, শনিবার ভোরে আগুন লাগার পরপর নেভানো হয়েছে।
তিনি জানান, ভোররাত তিনটার দিকে ইন্টারনেট ও ডিশ ক্যাবলের মাধ্যমে ইকবাল সেন্টারের সামনে বৈদ্যুতিক তারে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের বারিধারার দুটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
তবে এলাকাবাসীরা জানায় তারা প্রথমে ট্রান্সমিটার বিস্ফোরণের শব্দ শুনতে পায়, এরপর আগুন লাগার ঘটনা ঘটে।
এফ আর টাওয়ারে অগ্নিকাণ্ডে প্রাণহানির পর বনানীর বিভিন্ন বহুতল ভবনের ত্রুটি চিহ্নিত করতে গিয়ে ইকবাল সেন্টার, বুলু ওশান টাওয়ার এবং ডেল্টা ডালিয়া টাওয়ারকে ‘অগ্নি ঝুঁকিপূর্ণ’হিসেবে চিহ্নিত করে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
এর আগে ২০১৬ সালের ১৫ সেপ্টেম্বর ইকবাল টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছিল।