তালায় “বিশ্ব পরিযায়ী পাখি দিবস” পালিত
”পাখি রক্ষায় একটাই পণ বন্ধ করি প্লাস্টিক দূষণ” এই স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরার তালায় ‘সেভ ওয়াল্ড লাইফ’ এর উদ্যোগে “বিশ্ব পরিযায়ী পাখি দিবস” পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটায় তালা সদরের শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয় এর মিলানায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সেভ ওয়াইল্ড লাইফ এর সভাপতি ইমরান হোসাইন এর সভাপতিত্বে ও সংগঠনটির সাধারণ সম্পাদক রাশেদ বিশ্বাস এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা প্রাণিসম্পদ কর্মকর্তা ডক্টর সঞ্জয় কুমার বিশ্বাস। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রভাষক প্রণব ঘোষ বাবলু, শহীদ মুক্তিযোদ্ধা মহাবিদ্যালয়ের প্রভাষক জনাব অচিন্ত্য কুমার ভৌমিক , প্রভাষক জনাব মশিয়ার রহমান , বে-সরকারী উন্নয়ন সংস্থার প্রোগ্রাম উন্নয়ন বিশেষজ্ঞ জনাব জাহিন শামস্ সাক্ষর , শহীদ কামেল মডেল মাধ্যমিক স্কুলের শিক্ষিকা চন্দনা।
এ সময় আরও উপস্থিতি ছিলেন বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় থেকে আসা শতাধিক শিক্ষার্থী। সেভ ওয়াল্ড লাইভের পক্ষে উপস্থিত ছিলেন মো. সোহাগ হোসেন , জহর হাসান , পলাশ বিশ্বাস , মেহেদি বিশ্বাস , সাইদ বিশ্বাস ও শেখ ইউসুফ আলীসহ প্রমুখ।