কিশোরগজ্ঞে চলন্ত বাসে নার্স তানিয়াকে ধর্ষণ করে হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নার্সিং অফিসার শাহীনুর আক্তার তানিয়াকে কিশোরগজ্ঞে চলন্তবাসে ধর্ষণ করে হত্যার প্রতিবাদ ও ধর্ষকদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেছে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের কর্মরত নার্সরা। শনিবার বেলা ১২ টায় মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে এই মানববন্ধন কর্মসূচী পালিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং সুপার ভাইজার অপর্ণা রানী পাল, নার্স অনন্যা ইসলাম, ফতেমা, রুনা লায়লা, শেফালী, রেবেকা সুলতানাসহ আরও অনেকে।
মানববন্ধনে বক্তারা বলেন, পৈশাচিক নির্যাতন চালিয়ে নাসিং অফিসার শাহীনুর আক্তারকে ধর্ষণ করে হত্যা করা হয়েছে। আমরা ধর্ষকদের ফাঁসির দাবি জানায়।
উল্লেখ্য, ৬ তারিখ সোমবার রাত ১০টার দিকে কিশোরগঞ্জের বাজিতপুরের পিরিজপুর রুটে চলাচলকারী ‘স্বর্ণলতা’ পরিবহনের একটি চলন্ত বাসে নার্স শাহীনুর আক্তার তানিয়া ধর্ষণের শিকার হন। তাকে ধর্ষণের পর হত্যা করে লাশ বাস থেকে ফেলে দেয়া হয়। এ ঘটনায় তানিয়ার বাবা গিয়াসউদ্দিন বাদী হয়ে বাজিতপুর থানায় একটি হত্যা মামলা করেছেন। এ ঘটনায় বাসচালক নূরুজ্জামান ওরফে নূর মিয়া (৩৮) ও হেলপার লালন মিয়াকে (৩২) গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি ওই বাসের পিরিজপুর ও কটিয়াদীর দুই লাইনম্যানসহ আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।