বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত
আজ ১০ মে শুক্রবার বিকাল ৪টায় সাতক্ষীরা মায়ের বাড়ি মন্দির প্রাঙ্গণ কথামৃত ভবনে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখার মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গীতা পাঠের মধ্য দিয়ে সভার শুভ সূচনা করা হয়।
প্রভাষক অমিত হালদার এর সভাপতিত্বে সভায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা শ্রীমতি ¯িœগ্ধা নাথ, সহ-সভাপতি গৌরঙ্গ সরকার, সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ, কোষাধ্যক্ষ রায় দুলাল চন্দ্র, প্রচার সম্পাদক মলয় দাস প্রমুখ। সভায় নানাবিধ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, যুবনায়ক স্বামী বিবেকানন্দ সারাটা জীবন মানুষের দুঃখ, দুর্দশা নিজের বুকে ধরণ করে তাদের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। সে জন্য আজ স্বামী বিকেকানন্দ দেশে বিদেশে আলোচনার কেন্দ্রবিন্দুতে অবস্থান করছেন। মানুষের মধ্যে অনন্ত শক্তি ও অনন্ত সম্ভাবনার কথা স্মরণ করিয়ে দিয়ে মানুষের আসল সত্ত্বাকে চিহ্নিত করার প্রাণবন্ত চেষ্টা করেছেন স্বামী বিবেকাকনন্দ। স্বামী বিবেকানন্দের আদর্শ মানুষের মাঝে ছড়িয়ে একটি আলোকিত সমাজ বিনির্মাণে বিবেকানন্দ শিক্ষা ও সংস্কৃতি পরিষদ সাতক্ষীরা জেলা শাখা অগ্রণী ভূমিকা রাখবে এই আশাবাদ ব্যক্ত করেন বক্তারা।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বরূপ চন্দ্র ঘোষ।