দাবদাহে কাবু জনজীবন
মাহে রমজানে প্রচণ্ড দাবদাহে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। চাঁদপুরে কয়েক দিন ধরেই সূর্য ডোবার পরও তাপমাত্রা কমছে না, শীতল হচ্ছে না চারপাশ। দিন দিন তাপমাত্রা বেড়ে যাওয়ায় মানুষ চরম ভোগান্তিতে পড়েছে। বিশেষ করে সাধারণ কর্মজীবী মানুষের হচ্ছে সবচেয়ে বেশি কষ্ট। খেটে খাওয়া এসব মানুষ পেটের ত্যাগিদে প্রচন্ড দাবদাহেও কর্মজীবন চালিয়ে যাচ্ছে।
গরম বাতাস শরীরে লাগছে আগুন হাওয়ার মতো। ঘরে-বাইরে এতটুকুও স্বস্তি নেই। শিশু ও বৃদ্ধরা গরমে কাবু হয়ে পড়েছে সবচেয়ে বেশি। কর্মজীবী মানুষ বাইরে বের হলেই অতিরিক্ত ঘামে ক্লান্ত হয়ে পড়ছেন। পবিত্র মাহে রমজান থাকায় ক্লান্তি দূর করতে ডাবের পানি, কিংবা কোন পানিও পান করার উপায় নেই। রোজা এবং প্রচন্ড গরমে কাবু হয়ে পড়ছেন মানুষ। কোন ভাবেই যেনো স্বস্তি মিলছে না।
রিক্সা চালক সাহাবুদ্দিন বলেন, মাহে রমজান ছাড়াও গরমের অন্যদিনে থাকা আমাদের জন্য খুব কষ্টের হয়ে পড়ে। আর এখনতো রমজান, রোজা রেখে কোন ভাবেই কাজ করা সম্ভব না। আমকাদের কাজের উপর পবিবার চলে। এত গরম আগে কখনো দেখেনি। একবার রিক্সা টেনেইে হাফিয়ে যাচ্ছি।
চাঁদপুর আবহাওয়া অফিসের কর্মকর্তা শাহ মো. শোয়েব বলেন, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ও সূর্যের তাপ বাড়ায় গমর বেড়ে গেছে। চাঁদপুরে শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বোনিম্ন তাপমাত্রা ২৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অপরদিকে আকাশে কোন মেঘের বলয় না থাকায়, আগামী দু’তিনদিনেও চাঁদপুরে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা নেই।