দেবহাটায় ইউএনও’র মোবাইল কোর্ট পরিচালনা ও জরিমানা আদায়
দেবহাটায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা ও ভেজাল প্রতিরোধ সহ মোটরযান নিয়ন্ত্রণ আইনে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় করেছেন দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। বৃহস্পতিবার দুপুরে উপজেলার পারুলিয়া ও সখিপুর বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন তিনি।
মোবাইল কোর্ট পরিচালনাকালে পারুলিয়াতে দুই জন মোটর সাইকেল চালককে ৬ শত টাকা জরিমানা এবং সখিপুর বাজারে মাংসের দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশের জন্য ৪ জন মাংস ব্যবসায়ীকে ৫ শত টাকা করে ২ হাজার টাকা জরিমানা করেন তিনি। এছাড়াও মোবাইল কোর্ট পরিচালনাকালে সখিপুর বাজারের প্রত্যেকটি সবজি, মাছ, ফল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকানে গিয়ে দ্রব্যমূল্য ও মেয়াদ যাচাই করার পাশাপাশি দোকান মালিকদের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখা এবং ভেজাল থেকে বিরত থাকার নির্দেশনা দেন তিনি।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন বলেন, খাদ্যদ্রব্যে ভেজাল প্রতিরোধ এবং নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে পবিত্র রমজান মাস ব্যাপী মোবাইল কোর্ট অব্যাহত থাকবে। কোন ব্যবসায়ী যদি খাদ্যে ভেজাল কিংবা মেয়াদোত্তীর্ন পণ্য বিক্রির মাধ্যমে মানুষকে প্রতারিত করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন তিনি।