কালিগঞ্জে মোসলেম আলীর অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন সাঈদ মেহেদী
প্রকাশ্য জনসম্মুখে জামায়াত- শিবিরের সন্ত্রাসী কর্তৃক ২০১৩ সালে নিঃসংসভাবে হত্যাকৃত মোসলেম আলীর অসুস্থ স্ত্রীকে দেখতে গেলেন কালিগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাঈদ মেহেদী।
বৃহস্পতিবার(১৯ মে) সকালে তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চাঁচাই গ্রামে যেয়ে প্রথমে মোসলেম আলীর কবর জিয়ারত করেন। পরবর্তীতে তিনি মোসলেম আলীর স্ত্রী আফরোজা সুলতানার সাথে সাক্ষাত করেন এবং শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। সাক্ষাতে সাঈদ মেহেদী শহীদ মোসলেম আলীর স্ত্রীকে চিকিৎসকের দেওয়া নির্দেশনা মোতাবেক চলাফেরা ও ঔষধ সেবনের পরামর্শ দেন। এছাড়া যে কোন প্রয়োজনে তাকে ডাক দিলে তিনি সবার আগে ছুটে আসবেন বলে আশ্বত্থ করেন। অসুস্থ আফরোজা সুলতানা সবার উদ্দেশ্যে বলেন আমার কাছে সাঈদ মেহেদী উপজেলা চেয়ারম্যান নয়, সে আমার বড় ছেলে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা তথ্য প্রযুক্তি লীগের সভাপতি মাসুদ পারভেজ ক্যাপ্টেনসহ এলাকার গণ্যমান্য ব্যাপ্তিবর্গ। উল্লেখ্য যযে, গত ১ মে মঙ্গলবার রাতে আফরোজা সুলতানা নিজ বাড়িতে ব্রেন স্ট্রোক হলে তাকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমান তিনি সুস্থ আছেন এবং নিজ বাড়িতে অবস্থান করছেন।