আশাশুনিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ঠ বাস্তবায়নে কর্মশালা
আশাশুনিতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ঠ (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় এতিম ও প্রতিবন্ধিদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মশালার শুভ উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এম এম মাহমুদুর রহমান। উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে ঢাকা থেকে মোবাইল ফোনের মাধ্যমে দিক নির্দেশনাপূর্ণ বক্তব্য রাখেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতানের সঞ্চালনায় কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, এমপি প্রতিনিধি শম্ভুজিৎ মন্ডল, সদর ইউপি চেয়ারম্যান স ম সেলিম রেজা মিলন ও কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপংকর কুমার সরকার দীপ। এসজিডি গোলের বিভিন্ন তথ্য মূল্যায়ন করে সর্বত্র সব ধরণের দারিদ্র্যের অবসান, ক্ষুধার অবসান, খাদ্য নিরাপত্তা, পুষ্টিমান অর্জন, টেকসই কৃষির প্রসার, সকল মানুষের সুস্বাস্থ্য ও কল্যাণ নিশ্চিতকরণ, অন্তর্ভূক্তিমূলক ও সমতা ভিত্তিক মান সম্মত ও জীবন ব্যাপী শিক্ষা, জেন্ডার সমতা ও নারী ও মেয়েদের ক্ষমতায়ন, পানি ও স্যানিটেশনের টেকসই ব্যবস্থাপনা ও প্রাপ্যতা, পূর্ণাঙ্গ কর্মসংস্থান ও শোভন কর্মসূচক, টেকসই অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন, অভিঘাত সহনশীল অবকাঠামো নির্মান ও টেকসই শিল্পায়ন, অন্তঃ ও আন্তঃ দেশীয় অসমতা কমিয়ে আনা, টেকসই নগর ও জনবসতি গড়ে তোলা, পরিমিত ভোগ ও টেকসই উৎপাদন ধরণ নিশ্চিত করা, জলবায়ু পরিবর্তন ও প্রভাব মোকাবেলায় জরুরী কর্ম সংস্থান, সাগর মহাসাগর ও সামুদ্রিক সম্পদ সংরক্ষণ ও ব্যবহার, সমাজ ব্যবস্থার প্রচলন ও ন্যায় বিচার প্রাপ্তির পথ সুগম করা এবং শৈল্পিক অংশীদারিত্ব উজ্জীবিতকরণ ও বাস্তবায়নের উপায় শক্তিশালী করণসহ বিভিন্ন বিষয় নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, অতিঃ জেলা প্রশাসক (রাজত্ব) এম এম মাহমুদুর রহমান। অনুষ্ঠানে গ্রুপ ওয়ার্ক ও গ্রুপ সমুহের উপস্থাপনের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘোষণা করা হয়।