যুগান্তকারী সার্জারি! মস্তিষ্ক দিয়েই যান্ত্রিক হাত নাড়ানো সম্ভব হচ্ছে (ভিডিও)
যুগান্তকারী এক সাফল্য নিয়ে আসলো চিকিৎসা বিজ্ঞান। মস্তিষ্ক দিয়েই সম্ভব হচ্ছে যান্ত্রিক অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করা।
মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যালিসা লোমিসের হাত ভেঙে যায় এক দুর্ঘটনায়। চার বছর আগে র্যাকুন (উত্তর আমেরিকার ছোট আকারের ভালুকজাতীয় মাংসাশী প্রাণীবিশেষ) ও তার কুকুরের মধ্যে ঝগড়া থামানো সময় এই দুর্ঘটনা ঘটে।
এই ঘটনার পর তার হাতে পচন ধরে। ফলে তার হাত কাটা ছাড়া আর কোনো বিকল্প ছিলো না চিকিৎসকদের কাছে।
পরে তার হতের একটি যুগান্তকারী সার্জারি করেন তার চিকিৎসকরা। তারা এই ধরনের সার্জারি মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো করেন তারা।
সার্জারির মাধ্যমে চিকিৎসকরা তার মস্তিষ্কের স্নায়ুকে হাতের সাথে পুনরায় সংযুক্ত করেন। সেই সাথে তার কৃত্রিম হাতকে অনুভব করার ক্ষমতা দেওয়ায় চেষ্টা করেন। এর ফলে সার্জারির মাধ্যমে কৃত্রিম হাতকে আসল হাতের মতোই অনুভব করতে পারেন তিনি।
ভিডিও: