দেবহাটায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী, থানায় অভিযোগ
দেবহাটার গাজীরহাটে ফারুক হোসেন নামের এক ট্রান্সপোর্ট ব্যবসায়ীর কাছে চাঁদা দাবী করে হুমকি দেয়ার ঘটনায় ৩ জনের বিরুদ্ধে দেবহাটা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার ভুক্তভোগী ব্যবসায়ীর ছোট ভাই ফরিদ হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। দায়েরকৃত অভিযোগ সুত্রে জানা গেছে, ফারুক হোসেন দেবহাটা উপজেলার গাজীরহাট বাজারে জয়েন্ট ট্রান্সপোর্ট এজেন্সির মালিক। মঙ্গলবার দেবহাটা উপজেলার জগন্নাথপুর গ্রামের কালু সরদারের ছেলে শফিকুল ইসলাম শফি মোবাইল ফোনের মাধ্যমে ব্যবসায়ী ফারুক হোসেনের কাছে মোটা টাকা চাঁদা দাবী করে হুমকি দেয়। তাদের দাবীকৃত চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে বুধবার সকালে চাঁদাবাজ শফিকুল, জগন্নাথপুর গ্রামের সবুর সরদারের ছেলে সুজন, হাদা সরদারের ছেলে সাদ্দাম সহ অজ্ঞাত কয়েকজন ফারুক হোসেনের ব্যবসা প্রতিষ্ঠান জয়েন্ট ট্রান্সপোর্ট এজেন্সিতে এসে তাদের দাবীকৃত চাঁদা না দিলে প্রশাসনকে দিয়ে ব্যবসার ক্ষতিসাধন সহ প্রান নাশের হুমকি দেয়। এঘটনার পরপরই ব্যবসায়ী ফারুক হোসেনের ছোট ভাই ফরিদ হোসেন বাদী হয়ে দেবহাটা থানায় লিখিত অভিযোগটি দায়ের করেন। এদিকে অভিযোগ দায়েরের পর থেকে উল্লেখিত চাঁদাবাজদের আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তা দেবহাটা থানার এএসআই মোস্তাফিজুর রহমান।