সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) কর্ণার উদ্বোধন
সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরিতে খান বাহাদুর আহছান উল্লাহ (রঃ) কর্ণার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সার্বিক ব্যবস্থাপনায় ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সৌজন্যে লাইব্রেরির পাঠ কক্ষে সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সভাপতি জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।
এ সময় আরো বক্তব্য রাখেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুল হামিদ, গাজী আবুল কাশেম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল, অর্থ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, সাহিত্য সম্পাদক তৃপ্তি মোহন মল্লিক, নির্বাহী সদস্য প্রভাষক মো. রেজাউল করিম, অধ্যাপক মো. রফিকুল ইসলাম, শেখ তহিদুর রহমান ডাবলু ও শেখ হারুন উর রশিদ প্রমুখ। এসময় নলতা কেন্দ্রীয় আহছ্ানিয়া মিশনের সদসরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সাতক্ষীরা কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান রাসেল।